কল্পনা_ মোঃ মিহরান আজমাইন আনছারী

Author Image
Marzia Sultana
Nov 16, 2025
2 Comments
|

কল্পনা

মোঃ মিহরান আজমাইন আনছারী

 

নীল সাগরের বুকে দেখ,
উঁচু-নিচু ঢেউ,
বনের ধারে উঁকি মারে
হরিণ, মোরগ, ফেউ।

চেয়ে দেখো সবুজ মাঠে,
ফলেছে ফসল,
ছুটে চলে সাগর পানে
নদী কলকল।

দূর আকাশে বসে দেখ,
মেঘ-পরীদের হাট,
বৃষ্টি ঝরে পাহাড় চূড়ায়
গ্রামের পুকুরঘাট।

বিশ্ব ঘুরে চিন্তা কর,
কে বানালেন সব,
মহান তিনি, রহিম তিনি,
তিনিই সবার রব।

 

 

৫ম শ্রেণী,  ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

মাতা-মারজিয়া সুলতানা, মাৎস্য বিজ্ঞান অনুষদ, ২০০১-০২, বাকৃবি, ময়মনসিংহ

 

Blog Attachments
kolpona_poem _ Mihran Azmain ansary.docx
(50.88 KB)
2 Comments
User Avatar
Avatar
Dr. Md. Abdul Malek
চমৎকার লেখা! শব্দের ব্যবহার, ভাব ও ভাষা সবমিলিয়ে ৫ম শ্রেণী একজন শিক্ষার্থী হিসাবে তার লেখা অসাধারণ।
Avatar
Syed Md Saidur Rahman
মা শা আল্লাহ । অনেক সুন্দর হয়েছে ।