সবজির ছড়া
কচি কচি লাও
কত টাকা চাও?
ক্রেতা বলে চার আনা
বুড়ো বলে হবেনা।
পুঁই শাক মটরশুটি
ধনে পাতা আটি আটি
ফুল কপি বাধা কপি
টমেটোর কথা বলনা
ভিটামিনে ভরপুর
তবু কেনা হলনা
ছোট বাবু খোকাখুকু
হাটি হাটি পা পা
খেতে হবে লালশাক
পালং আর নাপা।
রচনা কাল:
বাকৃবি
১লা বৈশাখ ১৪১৪
১৪/০৪/০৭
0 Comments
No comments yet. Be the first to comment!