A poem named 'Opekkhai Achi'
অপেক্ষায় আছি
মুহাম্মদ শহিদুল ইসলাম, কৃষি প্রকৌশল অনুষদ, বাকৃবি
জেএভিপি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.
অমাবস্যার ঘোর অমানিশা আজ চারদিকে,
বহুদিন- বহুরাত হয়েছে গত তবুও-
পূর্ণিমার চাঁদ সুদূর পরাহত।
অপেক্ষায় আছি আমি আমরা!
কেটে যাবে মেঘ, হাসবে চাঁদ আর-
ভাঙনের ওপারে জেগে উঠবে আশার নতুন চর।
কতদিন দেখিনা সেই মুখ, শুনিনা সেই কণ্ঠস্বর,
নষ্ট আর ভ্রষ্টরা তাই আজ-
দখলে নিয়েছে রাজপথ, অলি গলি।
অপেক্ষায় আছি আমি আমরা!
শুনব তোমার অমিয় বাণী আর-
শৃঙ্খল ভেঙে মুক্ত আকাশে উড়াবো রঙিন ঘুড়ি।
অভাব-অনাহার আজ ঘরে ঘরে- চিন্তায়,
অভাব অর্থের নয়, নয় পোষাক বা বৈভবের,
উম্মত্ত আজ তরুণ, দিশেহারা শিশু-প্রৌঢ়রা।
অপেক্ষায় আছি আমি আমরা!
একদিন ঘরে আনব সোনার ফসল আর-
ভুলে যাব সব মেকী দৈন্যতা।
কাঁটা ভরা পথ দুর্গম থেকে আজ হয়েছে অনতিক্রম্য।
শংশয়-শঙ্কা! খুজে পাব তো ঠিকানা?
অপেক্ষায় আছি আমি আমরা!
কবে আসবে সেই সাইক্লোন,
সরে যাবে সব জঞ্জাল আর-
পৌঁছে যাব কাঙ্খিত সোনালী বন্দরে।
0 Comments
No comments yet. Be the first to comment!