Notice Details

Notice Title

ওয়েবসাইটে সদস্য রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি

Description

স্মারক: ০০০১ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫

BAU 2001-2002 Alumni এর ওয়েবসাইটে সদস্য রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০১-২০০২ সেশনের সকল বন্ধুদের মধ্যে আন্তরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা ২০২৬ সালের জানুয়ারিতে আয়োজন করতে যাচ্ছি একটি গেট-টুগেদার/রিইউনিয়ন অনুষ্ঠান। যেখানে আমরা একত্রিত হবো, স্মৃতিচারণ করবো, এবং নতুন করে সংযোগ স্থাপন করবো। আমাদের ব্যাচের সহযোগিতা ও যোগাযোগকে আরও সুদৃঢ় করতে একটি ওয়েবসাইট ডেভলপমেন্ট চলমান রয়েছে । ওয়েবসাইটে আমাদের ব্যাচের সকল সদস্যদের মাঝে সহজ যোগাযোগ ও ভবিষ্যৎ সহল সকল কার্যক্রম একটি স্থান থেকে সম্পাদনের প্রথম ধাপ হিসেবে সদস্য রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সদস্য রেজিস্ট্রেশন লিংক: https://bau0102.org/register [রেজিস্ট্রেশনের সময় OTP “1 2 3 4 5 6” ব্যবহার করতে হবে]


রেজিস্ট্রেশনের সময়সীমা: এটি চলমান প্রক্রিয়া হলেও আমাদের পরবর্তী অনুষ্ঠানের স্বার্থে আমরা চাচ্ছি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ এর মধ্যে আমাদের বেশিরভাগ সদস্যকে রেজিস্ট্রেশন সম্পন্ন করাতে।

সদস্য রেজিস্ট্রেশনের পর করণীয়: রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার পর, রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ও আপনার পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পাতায় প্রবেশ করুন এবং আপনার প্রোফাইল তথ্য হালনাগাদ করতে অনুরোধ করা হচ্ছে। এই তথ্যগুলো আমাদের একটি ব্যাচ ডিরেক্টরি তৈরির জন্য ব্যবহৃত হবে, যা ভবিষ্যতে যোগাযোগ ও সমন্বয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সহায়তা ও যোগাযোগ: রেজিস্ট্রেশন বা প্রোফাইল তথ্য প্রদান সংক্রান্ত যে কোন প্রশ্ন বা সহায়তার জন্য যোগাযোগ করুন ইমেইল: bau200102@gmail.com ফোন: : ০১৭৩১ ২৭৭ ৭১৬/ ০১৭১২ ১৬৯ ৭৬৯


বন্ধুদের দ্রুত ও সক্রিয় অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলবে। আসুন, আমরা সবাই মিলে আবার একসাথে হই, স্মৃতির পাতায় নতুন অধ্যায় যোগ করি।


আন্তরিক শুভেচ্ছাসহ,

আহবায়ক কমিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২০০১-২০০২ অ্যালামনাই

Attachment