Notice Details

Notice Title

Reunion 2026 এ রেজিস্ট্রেশন ও চাঁদা প্রদানের বিজ্ঞপ্তি

Description

স্মারক: ০০০৭ তারিখ: ০১ অক্টোবর ২০২৫

Reunion 2026 এর রেজিস্ট্রেশন ও চাঁদা প্রদানের বিজ্ঞপ্তি


প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০১-২০০২ সেশনের সকল বন্ধুদের মধ্যে আন্তরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা ২০২৬ সালের ৮ ও ৯ জানুয়ারি আয়োজন করতে যাচ্ছি রিইউনিয়ন-২০২৬ অনুষ্ঠান। বাকৃবির প্রান্তরে আবার আমরা একত্রিত হবো, স্মৃতিচারণ করবো, এবং নতুন করে সংযোগ স্থাপন করবো। আমাদের ব্যাচের সহযোগিতা ও যোগাযোগকে আরও সুদৃঢ় করতে আমাদের ব্যাচের সকল সদস্যদের মাঝে সহজ যোগাযোগ ও ভবিষ্যৎ সকল কার্যক্রম একটি স্থান থেকে সম্পাদনের প্রথম ধাপ হিসেবে bau0102.org ওয়েবসাইটে সদস্য রেজিস্ট্রেশন বা একাউন্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে। যে সকল বন্ধু ইতোমধ্যে bau0102.org ওয়েবসাইটে সদস্য হিসেবে একাউন্ট তৈরি সম্পন্ন করেছো তদেরকে অতি দ্রুত রিইউনিয়ন-২০২৬ এ অংশগহণের জন্য উপস্থিতির সংখ্যাসহ চাঁদা পরিশোধের অনুরোধ জানাচ্ছি। যে সকল বন্ধু এখনও bau0102.org ওয়েবসাইটে সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করতে পারনি তাদেরকেও দ্রুততার সাথে সদস্য হিসেবে রেজিস্ট্রেশনের এবং রিইউনিয়ন-২০২৬ এ অংশগহণের জন্য উপস্থিতির সংখ্যাসহ চাঁদা পরিশোধের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। Reunion 2026 এ রেজিস্ট্রেশন ও চাঁদা পরিশোধের লিংক https://bau0102.org/events/reunion-2026 রেজিস্ট্রেশনের সময়সীমা ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ এর মধ্যে আমাদের রিইউনিয়ন-২০২৬ এ অংশগ্রহণের চাঁদা পরিশোধ সম্পন্ন করতে হবে। Reunion 2026 এর রেজিস্ট্রেশন ও চাঁদা জমা দেওয়ার জন্য করনীয় সংযুক্ত পাতায় দেওয়া ধাপ অনুযায়ী Reunion 2026 এর রেজিস্ট্রেশন সম্পন্ন ও চাঁদা জমা দিতে হবে।


সহায়তা ও যোগাযোগ: Reunion 2026 এর রেজিস্ট্রেশন বা চাঁদা প্রদান সংক্রান্ত যে কোন প্রশ্ন বা সহায়তার জন্য যোগাযোগ করতে ইমেইল: contact@bau0102.org ফোন: ০১৭৩১ ২৭৭ ৭১৬ বা ০১৭১২ ১৬৯ ৭৬৯ বন্ধুদের দ্রুত ও সক্রিয় অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলবে। বন্দুরা, এসো আমরা সবাই মিলে আবার একসাথে হই, স্মৃতির পাতায় নতুন অধ্যায় যোগ করি।



আন্তরিক শুভেচ্ছাসহ,

আহবায়ক কমিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২০০১-২০০২ অ্যালামনাই

Attachment