Notice Details

Notice Title

Reunion 2026 এ রেজিস্ট্রেশন ও চাঁদা জমার পদ্ধতি

Description

Reunion 2026 এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও অনুষ্ঠানের চাঁদা জমা দেওয়ার পদ্ধতি


 ধাপ-১ o প্রথমে https://bau0102.org/ এই ওয়েবসাইটে মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন o রেজিস্ট্রেশন আগেই সম্পন্ন হয়ে থাকলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Sign In করা


 ধাপ-২ o Sign In এর পর Upcoming Events সেকশনে যেয়ে Reunion 2026 এ ক্লিক করা


 ধাপ-৩ o Reunion 2026 ইভেন্ট এর পাতা আসবে


 ধাপ-৪ o ইভেন্ট পাতায় Full Reservation অংশে ক্লিক করা অর্থাৎ অনুষ্ঠানে নিজের উপস্থিতি ও চাঁদা হিসাব করা


 ধাপ-৫ o এরপর Attendee Categories অংশে তোমার সাথে অনুষ্ঠানে আর কে কে যাবে তার সংখ্যা ঠিক করা o অনুষ্ঠানে যদি বিশেষ কোন প্রয়োজনীয়তা/চাহিদা থাকে তবে তা Special Requirements অংশে লেখা


 ধাপ-৬ o এরপর I agree to the Terms and Conditions and Privacy Policy চেক বক্সে ক্লিক করে সম্মতি দেওয়া


 ধাপ-৭ o এরপর অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা অনুযায়ী চাঁদার পরিমাণ ঠিক আছে কি না তা চেক করা o Total এ তোমার মোট চাঁদার সাথে আরও ৫% ফি যুক্ত হয়েছে o এই ৫% ফি হচ্ছে পেমেন্ট গেটওয়ে/অনলাইন পেমেন্ট এর সরকারি ফি এবং সফটওয়্যার তৈরি ও মেইনটিন্যান্স খরচ


 ধাপ-৮ o এ পর্যায়ে Pay Now এ ক্লিক করে চাঁদা পরিশোধ করা অথবা o Pay later এ ক্লিক করে চাঁদা ছাড়া অনুষ্ঠানে তোমার উপস্থিতি চূড়ান্ত করা এবং ধাপ-১৩ থেকে অনুসরণ


 ধাপ-৯ o বন্ধুরা Pay Now এ ক্লিক করলে Payment Gateway পাতায় যাবে এবং Payment এর বিভিন্ন অপশন দিবে


 ধাপ-১০ o Payment Gateway পাতায় M-Banking (বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি), Cards, Net-Banking অপশন এর সাহায্যে যে মাধ্যম থেকে টাকা পাঠাবে সে একাউন্ট বা কার্ড এর বিস্তারিত এন্ট্রি দিয়ে Payment শেষ করা


 ধাপ-১১ o Payment সফলভাবে শেষ হলে Payment Invoice আসবে


 ধাপ-১২ o Invoice টি পরবর্তী প্রমানের জন্য Download করে নিতে হবে Pay later এ ক্লিক করলে পরবর্তীতে কিভাবে অুনষ্ঠানের চাঁদা পরিশোধ করা যাবে


 ধাপ-১৩ o Sign In এর পর ড্যাশবোর্ডে যেতে হবে


 ধাপ ১৪ o ড্যাশবোর্ড এর বাম পাশে Event Reservations এ ক্লিক করলে Pending Reservation List দেখাবে


 ধাপ ১৫ o তালিকার ডান পাশে View Details এ ক্লিক করলে তোমার অংগ্রহণের বিস্তারিত তথ্য দেখাবে o তালিকার ডান পাশে Pay Now এ ক্লিক করলে Payment Gateway পাতায় যাবে


 এরপর ধাপ-৮, ধাপ-৯ ও ধাপ-১০ ধারাবাহিকভাবে অনুসরণ o তালিকার ডান পাশে Edit এ ক্লিক করলে পুনরায় Reunion 2026 ইভেন্ট পাতা আসবে


 এরপর ধাপ-৪ থেকে ধাপ-১২ পর্যন্ত ধারাবাহিকভাবে অনুসরণ


বি. দ্র.: সকল চাঁদা অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হবে। নগদ বা সরাসরি ব্যাংক বা অন্য কোন মাধ্যমে কোন প্রকার লেনদেন করা যাবে না।

Attachment